ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএসইসির চেয়ারম্যান-কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি

২০২৫ মার্চ ০৬ ১১:৫৯:৩৩
বিএসইসির চেয়ারম্যান-কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে কর্মবিরতি শুরু করেছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে বিএসইসি কার্যালয়ের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

বিএসইসি নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল আলম জানিয়েছেন, কমিশনের পদত্যাগের দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে এবং এটি চলবে যতক্ষণ না কমিশন তাদের পদত্যাগ করে।

বিএসইসি কার্যালয়ে এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত চেয়ারম্যান বা কমিশনাররা উপস্থিত হননি। তবে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন। কিন্তু কাজ করছেন না। তাদের ডেস্কগুলো ফাঁকা ছিল এবং কোনো চিঠিপত্র আদান-প্রদানও হচ্ছিল না। তারা অফিসে সময় পার করছেন আলোচনার মাধ্যমে এবং আহত কর্মীদের চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান কমিশনের দুর্ব্যবহারের কারণে কর্মকর্তারা হতাশ এবং এর মধ্যে কমিশনারদের খারাপ আচরণ, তদন্তের বিষয় নিয়ে ধারাবাহিক শোকজ এবং নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে। তাদের দাবি, কমিশন যদি পদত্যাগ না করে তবে কর্মবিরতি চলবে।

এদিকে, বুধবার রাতে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায় যে, তারা কর্মকর্তাদের উপর লাঠিচার্জ ও হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দাবি করছে, বিএসইসির ইতিহাসে এটি এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে