ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:২৪:৩০
প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দ্বারা বিডিআর হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইলিয়াস হোসাইন এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন যে, সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিলেন।

এই অভিযোগের জবাবে সোহেল তাজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে বলেন, “আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে।”

তিনি আরও বলেন, "এটি একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক সময়ের মধ্যে আমি যথাযথ প্রমাণসহ এসব মিথ্যাচারের জবাব দেবো।"

সোহেল তাজ বলেন, "আমি বরাবরই বলেছি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সবসময় সহায়তা করতে প্রস্তুত।"

পোস্টের সাথে তিনি তার পূর্ববর্তী দুটি ফেসবুক পোস্টের স্কিনশটও যুক্ত করেন, যাতে তিনি উল্লেখ করেছেন, পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তিনি হতভম্ব এবং স্তম্ভিত ছিলেন, এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত ছিলেন।

সর্বশেষে, সোহেল তাজ বলেন, “আর যারা আতঙ্কিত বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসবো কিনা, তাদের উদ্দেশ্যে বলবো ‘don’t worry’, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না। আপনারাই যথেষ্ট।”

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে