ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজার সংস্কারে বড় উদ্যোগ: বিএসইসি চাচ্ছে আপনার মতামত

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৮:৫০:০০
শেয়ারবাজার সংস্কারে বড় উদ্যোগ: বিএসইসি চাচ্ছে আপনার মতামত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত চেয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি কর্তৃক গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন রুলস, ১৯৯৯’-এর যুগোপযোগীকরণের বিষয়ে খসড়া সুপারিশ কমিশনের কাছে জমা দিয়েছে এবং এসব সুপারিশ বাস্তবায়নের জন্য কাজ করছে বিএসইসি।

এরই ধারাবাহিকতায়, টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হয়েছে। ই-মেইল মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত পাঠানোর জন্য নির্দিষ্ট ঠিকানা প্রদান করা হয়েছে।

এ জন্য দুটি ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে:

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা সংক্রান্ত মতামত: [email protected]

মার্জিন রুলস সংক্রান্ত মতামত: [email protected]

এছাড়াও, টাস্কফোর্সের খসড়া সুপারিশসমূহ বিএসইসির ওয়েবসাইটে (https://sec.gov.bd/home/taskforce_draft_recommendation) পাওয়া যাবে, যেখানে সংশ্লিষ্ট সকলেই সুপারিশসমূহ পর্যালোচনা করতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে বিএসইসি শেয়ারবাজারের সুষ্ঠু এবং কার্যকর উন্নয়নের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।

এনামুল/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে