ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পুনর্বণ্টন

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৭:৪৩:০২
বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক নতুন মুখপাত্র এবং উপ-মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। বিএসইসির পরিচালক মো. আবুল কালাম নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং উপ-পরিচালক কাজী মো. আল ইসলাম উপ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

তথ্যটি সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যা বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, বিএসইসির সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা।

নতুন দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএসইসি পূর্ববর্তী মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) কাওসার আলী-কে তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করে ধন্যবাদ জানায়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে