ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০৮:৪৪:৫৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘প্রচার ও প্রকাশনা’ এবং ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ নামে দুটি নতুন সেল গঠন করেছে। এই দুটি সেল সংগঠনের কার্যক্রমে কার্যকরী ভূমিকা রাখতে এবং তাদের উদ্দেশ্য ও কার্যক্রম সবার কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

‘প্রচার ও প্রকাশনা’ সেল: এই সেলের উদ্দেশ্য হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম প্রচার এবং সংবাদ প্রকাশের মাধ্যমে তাদের লক্ষ্যগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া। এই সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের।

সেলের সদস্যরা হলেন:

- সুলতানা রোজান মির

- সাফায়াত হোসেন সাকিব

- মো. সোহরাফ হোসেন চৌধুরী

- রিসালাত জাকির অনন্য

- সিতুল মুনা অর্পি

- মো. রুবায়েত হাসান রিমন

- আব্দুল মোমিন আশিক

- ফয়সাল ওয়াজেদ

- মো. ইমরান হোসেন

- আমিনুল ইসলাম জীবন

- নাজমুল হোসেন ইমরান

‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা’ সেল: এই সেলের লক্ষ্য হল বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়ন নিয়ে কাজ করা। এতে সেলটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহাগ।

সেলের সদস্যরা হলেন:

- মনিরুজ্জামান তুলন

- হাবীব হাসান

- মো. এনামুল হক

- ফুয়াদ হাসান

- মো. আব্দুস সালাম নাসিম

- মোহাম্মদ আবিদ আনোয়ার

- মো. খায়রুল হাসান

- হাসিবুল হাসান

- মো. মাসুম রানা

- সাব্বির আহমেদ অনিক

- মো. মহসিন উদ্দিন

- ওমর ফারুক (যুবরাজ)

এই উদ্যোগের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে