ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

অপারেশন ডেভিল হান্টে ৭দিনে গ্রেপ্তার যত

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২০:৩৩:২৯
অপারেশন ডেভিল হান্টে ৭দিনে গ্রেপ্তার যত

নিজস্ব প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্ট, যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে, তা ব্যাপক আকারে চলমান রয়েছে। এই সাতদিনের অভিযানে ৩৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানটি পরিচালিত হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে, যেখানে বিভিন্ন ধরনের অপরাধী, সন্দেহভাজন ও আইনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গত একদিনে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। গত সপ্তাহের অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে, এবং এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানের মাধ্যমে পুলিশ প্রশাসন সমাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছে, এবং দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে পরিকল্পনা করছে।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে