ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঐকমত্য বৈঠক শেষে যা জানালেন মির্জা ফখরুল

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৯:৫৭:২৫
ঐকমত্য বৈঠক শেষে যা জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সরকার সংস্কারের বিষয়টি নিয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে পারলে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের পথে হাঁটবে। ফখরুল বলেন, "এটি ছিলো পরিচিতি সভা এবং প্রাথমিক আলোচনা হলেও, আমরা আশাবাদী যে, নূন্যতম ঐকমত্য তৈরি হলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি দ্রুত শুরু হবে।"

তবে, এই প্রথম বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গঠনমূলক আলোচনা হয়নি, বলেও জানান তিনি। এছাড়া, বৈঠকে বেশ কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের বিপক্ষে অবস্থান নিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সমর্থন জানিয়েছে।

একই সময়, সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি দল দাবি করেছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে