ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ডিসি সম্মেলনে বড় পরিবর্তন আসছে: আলোচনায় ১০ প্রস্তাব

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১২:৩৮:২২
ডিসি সম্মেলনে বড় পরিবর্তন আসছে: আলোচনায় ১০ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে ৩০০টিরও বেশি প্রস্তাব এবং সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, যা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ডিসিদের ক্ষমতা বাড়ানোর অনুরোধ নিয়ে।

ডিসিরা নতুন ক্ষমতা চাচ্ছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রস্তাব হচ্ছে:

জেলা পুলিশের এসিআর (Annual Confidential Report) দেয়ার ক্ষমতা।

কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি রাখার প্রস্তাব।

বিশেষ ফোর্স গঠন ডিসির অধীনে।

অপরাধ ডেটাবেইস ও এনআইডি ডেটাবেইস সার্ভারে ডিসি ও ইউএনওদের প্রবেশাধিকার।

উপজেলা পরিষদের কর্মচারী নিয়োগ ও বদলির ক্ষমতা।

উপজেলা চেয়ারম্যানের বদলে সরকারি বাসা বরাদ্দের ক্ষমতা।

ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদসহ বেশ কিছু ডিসি পুলিশ কর্মকর্তাদের প্রতিবেদন দেওয়ার বিষয়টি তাদের হাতে রাখার প্রস্তাব দিয়েছেন। সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ করারও প্রস্তাব করেছেন।

এছাড়া, মাগুরার ডিসি অহিদুল ইসলাম তার প্রস্তাবনায় বলেছেন, বিশেষ ডিটেক্টিভ ফোর্স গঠন করলে অবৈধ উচ্ছেদ অভিযান, মোবাইল কোর্ট পরিচালনাসহ ঝুঁকিপূর্ণ কাজগুলো সুরক্ষিত হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে