ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চার বছর আগে ছাত্রী-শিক্ষক, এবার দম্পতি

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ০০:১৬:০৮
চার বছর আগে ছাত্রী-শিক্ষক, এবার দম্পতি

বিনোদন ডেস্ক: চার বছর আগে প্রচারিত ‘দেয়ালের অন্তরালে’ নাটকে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌকে শেষবার দেখা গিয়েছিল। ওই নাটকে তারা শিক্ষক ও ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

দীর্ঘ বিরতির পর রিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নতুন নাটক ‘কোনো একদিন’-এ তারা এবার দম্পতির চরিত্রে অভিনয় করবেন।

এ বিষয়ে পরিচালক চয়নিকা চৌধুরী জানান, নাটকের গল্পটি হৃদয়গ্রাহী। আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত এবং তার বোনম্যারো স্থানান্তরের প্রয়োজন পড়ে।

কিন্তু বেশ কিছু সমস্যার কারণে বোনম্যারো মিলে না। এক পর্যায়ে তার অফিসে হাজির হয় একজন যুবক, যা ঘটনার গতি পরিবর্তন করে এবং নাটকটিতে শুরু হয় নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মনে ছোঁবে।

চয়নিকা চৌধুরী আরও বলেন, “আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না, আফজাল হোসেন কত বড় মাপের একজন মানবিক মানুষ। আর মৌ-এর পেশাদারিত্বও আমাকে মুগ্ধ করেছে। আমরা নাটকটির জন্য অনেক যত্ন নিয়েছি। আশা করছি ঈদের বিনোদনের ভিড়ে আমাদের নাটকটি সবার প্রশংসা কুড়াবে।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

নাটকের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আসছে ঈদে এটি রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

মাশরুর/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে