ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

অভিশপ্ত আয়নাঘরে আরও যা দেখা গেল: চমকে ওঠা তথ্য ফাঁস

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৩:২৭:৫১
অভিশপ্ত আয়নাঘরে আরও যা দেখা গেল: চমকে ওঠা তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক : ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে ওঠা গোপন নির্যাতনকেন্দ্র ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার কচুক্ষেত, উত্তরা, এবং আগারগাঁও এলাকায় তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও নির্যাতনের শিকার পরিবারগুলো।

আয়নাঘরে বন্দিদের আটকে রাখার জন্য ব্যবহৃত ছিল খুপরি, বৈদ্যুতিক চেয়ার এবং নানা ধরনের নির্যাতনমূলক যন্ত্র। এসব যন্ত্রের মাধ্যমে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন করা হতো। ঢাকার আগারগাঁওয়ের গোপন টর্চার সেলে গিয়ে প্রধান উপদেষ্টা বৈদ্যুতিক চেয়ারে বন্দিদের ওপর বৈদ্যুতিক শক দেওয়ার ব্যবস্থা দেখেন। কিছু কক্ষে দেয়ালে বন্দিরা তাদের দিন, মাস, এবং বছর গণনা করার জন্য চিহ্ন রেখেছিল—যেমন ‘আই লাভ মাই ফ্যামিলি’, ১৬৩, ১৫০, ১১৩, ১২৩০ ইত্যাদি সংখ্যা লেখা ছিল।

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গোপন টর্চার সেলে আটকে রাখা হয়েছিল নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উপদেষ্টা নাহিদ ইসলাম ওই সেলের একটি কক্ষ শনাক্ত করেন, যেখানে তাকে আটকে রাখা হয়েছিল। তিনি জানান, কক্ষের এক পাশে টয়লেটের মতো একটি বেসিন ছিল, যা বন্দিদের ব্যবহার করতে দেওয়া হতো। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝে দেয়াল ভেঙে ফেলা হয় এবং রং করা হয়।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, তিনি দেয়াল দেখে কক্ষটি চিনতে পেরেছেন। কক্ষটি আগে ছোট ছিল, তবে এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। সেখানে তাকে ৪ দিন আটকিয়ে রাখা হয়েছিল এবং বাইরের কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।

বহু বছর আয়নাঘরে বন্দি থাকা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আজমী, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাশেম আরমান, এবং হুম্মাম কাদের চৌধুরী তাদের বন্দিজীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা জানান, কিভাবে বন্দি রাখা হতো এবং কিভাবে নির্যাতন করা হতো। আয়নাঘরের খাঁচার মতো জায়গাগুলো পরিদর্শন করার পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘‘গত সরকার আইয়ামে জাহিলিয়াত যুগ প্রতিষ্ঠা করেছে, যার একটি নমুনা আয়নাঘর।’’

ইউনূসের পরিদর্শন ও ভুক্তভোগীদের বর্ণনায় পরিষ্কার হয়েছে, দেশের গোপন কারাগারে কী ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘর শুধুমাত্র নির্যাতনের একটি জায়গা ছিল না, বরং সরকারের অত্যাচারের এক ভয়াবহ চিত্র হিসেবে প্রতিভাত হয়েছে।

সামান্তা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে