ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

‘আয়নাঘর’ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন উপদেষ্টা মাহফুজ

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১০:৫২:৫০
‘আয়নাঘর’ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জন উপদেষ্টা গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর তিনটি অঞ্চলে র‌্যাব এবং ডি জি এফ আ ইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, যিনি পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, "নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর ‘আয়নাঘর’"। তিনি উল্লেখ করেছেন যে, এই সেলে মাত্র তিন ফুট বাই এক ফুট জায়গা ছিল, যেখানে একজন বন্দি বাধ্য ছিল হাঁটু মুড়ে বসে থাকার জন্য, এবং একমাত্র বাথরুমটি ছিল অত্যন্ত সীমিত জায়গায়, যা ছিল দুই বিঘত জায়গায়।

মাহফুজ আরও লেখেন, "আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি"। তিনি জানান, এই অভ্যুত্থানের পর গুমের শিকার ব্যক্তিদের মুক্তির ব্যাপারে কাজ করা হয়েছে এবং বাংলাদেশে আর যেন কখনও গুম না হয়, সে বিষয়েও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, সরকার গঠন হওয়ার মাত্র ১৯ দিন পরে গুম কমিশন গঠন করা হয়েছিল, যারা দিনরাত কাজ করে গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে ডকুমেন্টেশন করেছে। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করা হয়। তিনি দাবি করেন, "আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবে হাসিনার নৃশংসতার কিছু নমুনা, আরও শতশত নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।"

মাহফুজ আলম বলেন, "গুম কমিশন গত ছয় মাস ধরে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ, তদন্ত এবং গুমের স্থান, কাল ও সত্যতা নিরূপণ করছে।" তিনি জানান, এই বিষয়ে আইসিটি ট্রাইব্যুনালে মামলা হয়েছে এবং বিচারকাজ শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটি মানুষের জন্য ন্যায্য বিচার নিশ্চিত করা হবে, এটি গণঅভ্যুত্থানের সরকারের প্রধান অঙ্গীকার।

সামান্তা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে