ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

ঢাকায় সড়ক অবরোধ নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৭:৫৯:৫২
ঢাকায় সড়ক অবরোধ নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে। তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন।

কমিশনার বলেন, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা হচ্ছে যানজট। যদি একটি রাস্তা বন্ধ হয়, তখন অন্যান্য রাস্তা থেকেও যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনগুলো রাস্তা বন্ধ করে সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছে, যা সমস্যার সৃষ্টি করছে। তাই সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করা উচিত।

এছাড়া, তিনি জানান যে, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য 'অপারেশন ডেভিল হান্ট' অভিযান শুরু হয়েছে। বিশেষ করে, গুম, লুটপাট, চাঁদাবাজি এবং গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মতো বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে আরও বেশি তৎপর হওয়া উচিত এবং থানা ও ফাঁড়িগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের জন্য একযোগভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে রুজু করা মামলাগুলোর তদন্তের ওপরও তিনি গুরুত্ব দেন এবং মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য আরও তৎপরতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।

দিদার/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে