ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫
Sharenews24

থানার সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রী গ্রেফতার

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২০:৩২:৫৭
থানার সামনে টিকটক ভিডিও বানানো আ.লীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানোর ঘটনায় সেই আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগম গ্রেফতার হয়েছেন। তিনি বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

গত সোমবার সন্ধ্যায় শিউলী বেগমকে তার বাসা থেকে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে যে, তিনি থানার সামনে 'চোর-পুলিশের প্রেমে পড়েছে' গানে নেচে টিকটক ভিডিও বানান, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় একটি নাশকতার মামলা দায়ের হয়েছিল, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ জানিয়েছে, ১ ফেব্রুয়ারি আব্দুল মালেক নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে