ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সীমার অতিরিক্ত ব্যয় ১৩ বিমা কোম্পানির, জরিমানা ৫৫ লাখ

২০২৫ ফেব্রুয়ারি ১১ ০৮:১৩:৫৫
সীমার অতিরিক্ত ব্যয় ১৩ বিমা কোম্পানির, জরিমানা ৫৫ লাখ

নিজস্ব প্রতিবেদক: সরকারনির্ধারিত সীমার অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে ১৩টি সাধারণ বিমা কোম্পানি। বিধি লঙ্ঘনের কারণে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানিগুলোকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে।

আইডিআরএর বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কোম্পানিগুলো হলো- মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইনস্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, রিপাবলিক ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ এবং ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অতিরিক্ত ব্যয় করা কোম্পানিগুলোর মধ্যে ৮টির অবৈধ ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের বেশি। যাদেরকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। কোম্পানিগুলো হলো মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইনস্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স এবং ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। এই ৮ কোম্পানিকে ৫ লাখ করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেড, রিপাবলিক ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স এবং ইস্টার্ন ইনস্যুরেন্সকে ৩ লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৬টি কোম্পানিকে সতর্ক করেছে আইডিআরএ।

সতর্ক করা ৬ নন-লাইফ বিমা কোম্পানি হলো-নিটল ইনস্যুরেন্স, প্রগতি ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স এবং সোনার বাংলা ইনস্যুরেন্স।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে