ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
Sharenews24

ড. ইউনুসের গ্রামীণ ভবন পোড়ার বিষয়ে যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৪:০৮:২৩
ড. ইউনুসের গ্রামীণ ভবন পোড়ার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্রেকিং নিউজ’ শিরোনামে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ভবনে আগুন দেওয়া হয়েছে। তবে, সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে যে, গ্রামীণ ভবনে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

তারা অনুসন্ধান করে দেখে যে, কোনো প্রমাণ বা সূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি ছড়ানো হচ্ছে। কিছু পোস্টে, দাবির পক্ষে একটি ভিডিও প্রমাণ হিসেবে দেওয়া হয়, তবে সেটি গ্রামীণ ভবনে আগুন দেওয়ার ভিডিও নয়। এটি আসলে ঢাকার বসুন্ধরা এলাকায় গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভের ভিডিও, যা ৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া।

গ্রামীণ ভবন সাধারণত মিরপুরের গ্রামীণ টেলিকম ভবন হিসেবে পরিচিত, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তালাবদ্ধ করা হয়। সেই সময়ে ড. ইউনূস সংবাদ সম্মেলন করেছিলেন। তবে, সম্প্রতি গ্রামীণ ভবনে আগুন দেওয়ার ব্যাপারে কোনো সংবাদ পাওয়া যায়নি।

অতএব, গ্রামীণ ভবন পোড়ানোর যে দাবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

পারভেজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে