ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, রহস্যের কিনারা পেতে সিআইডির তদন্ত

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৩:৫৪:৪১
৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, রহস্যের কিনারা পেতে সিআইডির তদন্ত

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির কাছ থেকে কিছু হাড়গোড় পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে এগুলো মানুষের কিনা তা পরীক্ষা করে নিশ্চিত করা যাবে।

এ ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল সকালে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তদন্তের জন্য আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, ধানমণ্ডির ৩২ নম্বরে পাওয়া হাড়গোড় মানুষের কিনা তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিন দলকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করার পর, এগুলো পরীক্ষা করতে ল্যাবে নিয়ে যাবে। পরীক্ষা শেষে জানা যাবে এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।

গত ৫ ফেব্রুয়ারি, ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পর ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ওই সময় গুঞ্জন উঠেছিল যে বাড়ির ভিতরে ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা রয়েছে। সন্দেহের ভিত্তিতে, ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর বাড়ির বেজমেন্ট থেকে গতকাল রবিবার পানি সরানোর কাজও করে ফায়ার সার্ভিস।

এই ঘটনায় ধানমণ্ডি ৩২ নম্বরে আরও কিছু রহস্যের সুত্র উঠেছে এবং সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

পারভেজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে