ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গরম নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১২:১৭:৫০
গরম নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে যাচ্ছে, যার ফলে শীত কমে গরমের পরিমাণ বাড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সারা দেশে তাপমাত্রা বাড়বে এবং এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে, আগামী বুধবারও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া, এই তিন দিনে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এবং আকাশে কিছুটা মেঘলা অবস্থা থাকতে পারে। তবে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে।

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

আমিনুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে