ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৩৭ কোটি ৪০ লাখ টাকার টাকার শেয়ার কেনার ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১১:২১:০০
৩৭ কোটি ৪০ লাখ টাকার টাকার শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কিনবেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।

আরিফ দৌলা আগমী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ২৫ লাখ শেয়ার কিনবেন তিনি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ২ টাকা ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সায়।

১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে