ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

নির্যাতনের ব্যাখ্যা দিতে পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টের নির্দেশ

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৩৬:৫০
নির্যাতনের ব্যাখ্যা দিতে পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র আয়াজ হক হত্যার মামলায় আসামি ইনজামামুন ইসলাম (জিসান)কে অমানবিক নির্যাতনের ঘটনা নিয়ে হাইকোর্ট তদন্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সাহিদুল বিশ্বাসকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

এই ঘটনায় ২০২০ সালের ১০ ডিসেম্বর কলেজ ফুটবল টুর্নামেন্টের বিরোধে আয়াজ হককে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যার ঘটনা তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাহিদুল বিশ্বাসকে নির্যাতনের বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বেঞ্চ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে এই আদেশ দেয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাহিদুল বিশ্বাসকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তার ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের তলবে সাহিদুল বিশ্বাসকে হাজির করা হয়।

এই ঘটনায় আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত এই মামলায় দায়ী হিসেবে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং অন্য ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

সাহিদুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে