ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

আহত ছাত্রদের দেখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৯:০৩:০৭
আহত ছাত্রদের দেখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরে একটি কর্মসূচিতে অংশ নিয়ে জানিয়েছেন, আন্দোলনটি পুলিশের আশ্বাসে স্থগিত করা হয়েছে। তবে তারা পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন এবং আশানুরূপ কিছু না হলে পুনরায় আন্দোলন শুরু করবেন। তিনি বলেন, আন্দোলনকারীরা গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এবং হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম একই অনুষ্ঠানে বলেন, গাজীপুরের হামলার ঘটনায় যদি রাতে পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে। এই ঘটনায় প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ-সমাবেশও অনুষ্ঠিত হয়, যেখানে হামলার পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল জনতা, যেখানে অন্তত ১৫ জন আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মো.হক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে