ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

বিসিএস ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতির হুঁশিয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৭:৩৯:২৬
বিসিএস ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মত প্রকাশের কারণে সাময়িক বরখাস্তের অভিযোগ নিয়ে রীতিমতো আন্দোলন শুরু হয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দাবি করেছে, তাদের সদস্যদের বিরুদ্ধে ‘অন্যায় বরখাস্ত আদেশ’ প্রত্যাহার না হলে তারা কর্মবিরতির হুমকি দেবে।

৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক মো. শওকত হোসেন মোল্যা অভিযোগ করেন, সম্প্রতি প্রশাসন ক্যাডারের সদস্যদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মতপার্থক্য নিয়ে বিসিএস ক্যাডারের সদস্যদের ব্যাপকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা বলেন, বরখাস্তের নোটিশে কোনো কারণ দেখানো হয়নি এবং কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি, যা মৌলিক অধিকার ও চাকরির বিধির পরিপন্থি।

তিনি জানান, প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ থাকলেও, সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, এই ধরনের বরখাস্ত অব্যাহত থাকলে সিভিল সার্ভিসে চরম অসন্তোষ দেখা দিতে পারে, যা সরকারের জন্য বিব্রতকর হতে পারে।

এ সময় শওকত হোসেন মোল্যা সতর্ক করে দিয়ে বলেন, যদি আগামী এক সপ্তাহের মধ্যে এসব বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হয়, তাহলে তারা কর্মবিরতি সহ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবেন।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে