ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা-ভাঙচুর

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২৩:২৬:২৩
সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় প্রতিমন্ত্রীর বাড়ির জানালার কাচ ভাঙা হয় এবং তার চাচা মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় উত্তেজিত জনতাটি হাতুড়ি, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। তারা তিনতলা বাড়ির পকেট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। যদিও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের গেট ভাঙতে না পারায় জানালার কাচ ভাঙচুর হয়।

হামলার আগে জনতা নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরালও ভাঙচুর করে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে