ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

বঙ্গবন্ধু-হাসিনা-রাসেলের নামে থাকা তিন একাডেমির নাম পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২১:৫৩:১১
বঙ্গবন্ধু-হাসিনা-রাসেলের নামে থাকা তিন একাডেমির নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং শেখ রাসেলের নামে থাকা তিনটি উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী:- ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’ এর নাম পরিবর্তন করে ‘পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’

- ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’ এর নাম ‘পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’

- ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর’ এর নাম ‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর’ করা হবে।

সরকারের মতে, অন্যান্য পল্লী উন্নয়ন একাডেমির নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন করা হয়েছে।

এছাড়া, বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে এনআইডি সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই চলবে।

ইতিহাসগতভাবে, বিগত সরকারের সময়ে এনআইডি নিবন্ধন এবং সংশ্লিষ্ট সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য আইন পাস হয়েছিল, তবে এখনো নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে