ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

থানার ফেসবুক আইডি থেকে শেখ হাসিনার বক্তব্য শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫৭:৫০
থানার ফেসবুক আইডি থেকে শেখ হাসিনার বক্তব্য শেয়ার

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেয়ার করায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে সিংগাইর থানার অফিসিয়াল ‘Singer PS’ আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। তবে সমালোচনা শুরু হলে ১২টা ১৪ মিনিটে শেয়ার করা ভিডিও মাত্র ৩৫ মিনিট পর, দুপুর ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ভিডিও শেয়ারের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। মোবাইলের বিষয়টিতো জানেনই। এটি ভুলবশত শেয়ার হয়েছে। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে