ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ঐকমত্যের সরকার নিয়ে সিদ্ধান্ত বাকি: নাহিদ ইসলাম

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:৩১:১১
ঐকমত্যের সরকার নিয়ে সিদ্ধান্ত বাকি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বর্তমান অন্তর্বর্তী সরকারের ঐকমত্যের সরকারে রূপান্তর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সাংবাদিক ব্রিফিংয়ে বলেন, "নির্বাচনকালীন সরকার নিয়ে নানা ফর্মুলা রয়েছে। তবে কোনটি বাস্তবায়ন হবে, তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।"

তিনি আরও জানান, "উপদেষ্টা পরিষদের কেউ যদি রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তারা সরকারে থাকবেন না। বাইরের প্রতিনিধিরা দল গঠন করবেন।"

এছাড়া, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা প্রদান করেছেন। রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে, ড. মুহাম্মদ ইউনুস নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নতুনভাবে সরকার সাজাবেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করার কথা ভাবছে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের প্রস্তুতি সহ, সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও ব্যস্ত রয়েছে, যেমন সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নিহত ও আহতদের পুনর্বাসন।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে