ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি: তদন্তে নামছে দুদক

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:৫১:৪৩
শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি: তদন্তে নামছে দুদক

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিদেশ থেকে অর্জিত ডক্টরেট ডিগ্রির বিষয়ে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। অভিযোগ করা হয়েছে যে, রাষ্ট্রের শতকোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে জানান, তাদের সংস্থা শেখ হাসিনার ভারত ও বেলজিয়াম থেকে অর্জিত তিনটি ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে। তদন্তে দেখা হবে, রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কি না, এবং শেখ হাসিনা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন কিনা।

এছাড়া, ন্যাশনাল ব্যাংক থেকে ৪৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে বলে দুদক জানায়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে