ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার নুহাশ পল্লী নিয়ে দাবি তুললেন পিনাকী ভট্টাচার্য

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১১:৫৯:১৫
এবার নুহাশ পল্লী নিয়ে দাবি তুললেন পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে একের পর এক মন্তব্যের পর এবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী নিয়ে দাবি তুললেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী নুহাশ পল্লীকে জাতীয় সম্পদ বলে উল্লেখ করেন এবং এটিকে জাতীয়করণ করার দাবি জানান। তিনি স্ট্যাটাসে লেখেন, "নুহাশ পল্লী জাতীয় সম্পদ। নুহাশ পল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর করা হোক।"

এছাড়া, একই দিন সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার আহ্বান জানিয়ে একটি পোস্টে পিনাকী বলেন, “হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন।”

এদিন রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে আগুন জ্বলে ওঠে, এরপর পৌনে ১২টার দিকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে