ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ০০:২১:৪৯
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে

নিজস্ব প্রতিবেদক: বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙার কাজ শুরু করেছে। এর আগে, তারা সেখানে জড়ো হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে একটি বুলডোজার বঙ্গবন্ধুর বাড়ির সামনে এনে রাখা হয়। রাত সোয়া ১১টার দিকে সেটি বাড়িটি ভাঙতে শুরু করে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ডাক দিয়ে আন্দোলনকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। তারা প্রথমে স্লোগান দিতে থাকে এবং পরে ধীরে ধীরে উত্তেজিত হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ১০০-১৫০ জন বিক্ষোভকারী লোহার রড ও হাতুড়ি দিয়ে বঙ্গবন্ধুর বাড়ির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করে। এ সময় বাইরে প্রায় ৫০০-৭০০ মানুষ ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভকারীরা বাড়ির দরজা, জানালা ও আসবাবপত্র ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

সন্ধ্যার পর থেকেই পুলিশ ও নিরাপত্তা বাহিনী বাড়িটির আশপাশে মোতায়েন ছিল। কিন্তু আন্দোলনকারীদের বিশাল জনস্রোতের সামনে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। পরে, রাত ১১টা ৩০ মিনিটের দিকে পুলিশের অতিরিক্ত বাহিনী এসে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

সরকারের পক্ষ থেকে এই হামলার নিন্দা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, “এই হামলা পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রাত ১২টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশের এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বাড়ির নিরাপত্তা জোরদার করেছে এবং আশপাশের এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সোহেল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে