ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে: হাসনাত

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ০০:১৫:২৪
আ.লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে শুরু হয় ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর। বিক্ষুব্ধ ছাত্র–জনতা এবং জনগণের একাংশ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং এলাকাজুড়ে স্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন অংশে ভাঙচুর করতে থাকে। তাদের মধ্যে কিছু লোক বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানায়। বিক্ষোভকারীরা 'স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী' স্লোগান দিতে থাকে।

এ সময় ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিছিল করতে থাকে এবং বেশ কিছু স্থানে আগুন জ্বালিয়ে দেয়। রাত ৮:৪০ নাগাদ বাড়ির তৃতীয় তলায় আগুনের শিখা দেখা যায় এবং রাত সোয়া ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়ির দেয়াল ভাঙতে শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, "ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনী হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামীলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এই মন্তব্যকে অনেকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

সোহেল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে