ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খুলনা-২ আসনের সাবেক এমপির ৮ বছর কারাদণ্ড

২০২৫ জানুয়ারি ৩০ ১৮:১৫:৩৪
খুলনা-২ আসনের সাবেক এমপির ৮ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিজানুর রহমানকে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ, ৩০ জানুয়ারি ২০২৫, ঢাকার বিশেষ জজ মুহাম্মদ আবু তাহের রায় ঘোষণা করেন।

মামলার বিস্তারিত অনুসারে, ২০১৯ সালের ৬ আগস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক (দুর্নীতি দমন কমিশন) অভিযোগ দায়ের করে, তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়। এছাড়া, ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়।

গত ২৩ জানুয়ারি আদালত মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর আজ আদালত তার বিরুদ্ধে ৮ বছরের কারাদণ্ড ঘোষণা করল।

এটি একটি গুরুত্বপূর্ণ রায়, যেখানে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে