ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেখ রেহানার ৪ বাংলোবাড়ির খোঁজ, দুদকের তদন্ত শুরু

২০২৫ জানুয়ারি ৩০ ১৬:৩৫:৫৩
শেখ রেহানার ৪ বাংলোবাড়ির খোঁজ, দুদকের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে টিউলিপ সিদ্দিকসহ শেখ রেহানার পরিবারের সদস্যদের চারটি বিলাসবহুল বাংলোবাড়ি ও রিসোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় শেখ রেহানা, তার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ আরও তিনজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদক জানায়, গাজীপুরে শেখ রেহানার পরিবারের সদস্যদের একের পর এক রিসোর্ট ও বাংলোবাড়ি পাওয়া গেছে, যা সম্ভবত অবসর সময় কাটানোর জন্য কেনা হয়েছে। এর আগে রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যেখানে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে।

এছাড়া, শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে দুদক, যার মধ্যে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং অন্যান্যদের নাম রয়েছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে