ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য, শিক্ষার্থীদের ক্ষোভ

২০২৫ জানুয়ারি ২৭ ১৬:০৯:১৫
আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য, শিক্ষার্থীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মন্তব্য করেছেন, এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি উদ্যোগ নিতে হবে। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এছাড়া, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে এবং পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়েছে যাতে রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। তিনি আশা প্রকাশ করেন যে আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন এবং রোববার রাতে হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।

এটি একটি তীব্র রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে শিক্ষার্থীদের দাবি, প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে