ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৫ জানুয়ারি ২৭ ১৫:৪৬:২৯
অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাত সরকারি কলেজের স্ট্যাটাসে বড় পরিবর্তন আসছে। ২০২৪-২৫ সেশন থেকে এই সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না। এই কলেজগুলোর শিক্ষার্থীদের এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না এবং এটি সম্মানজনকভাবে আলাদা হয়ে যাবে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ আজ (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাবি কর্তৃপক্ষের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কলেজগুলোর বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন কার্যক্রমের প্রেক্ষিতে নেওয়া হয়েছে।

বর্তমানে সাত কলেজের অধীনে প্রায় ২০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে, নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সংশ্লিষ্ট কলেজগুলোর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যেখানে কলেজগুলো নিজেদের পরিচালনায় আরও স্বাধীনতা পাবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে