ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ

২০২৫ জানুয়ারি ১৩ ১২:১৬:৫৭
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির তিন নেতার যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট" অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় দলটি দুঃখ প্রকাশ করেছে। দলটি জানায়, এই অনুষ্ঠানের আয়োজন মার্কিন সরকার নয়, বরং এটি "জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন" নামক একটি নির্দলীয় সংস্থা করে থাকে।

বিএনপির মিডিয়া সেল রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে এ বিষয়টি স্পষ্ট করেছে। এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া, এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য এবং ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন, যা একটি নির্দলীয় ফোরাম হিসেবে পরিচিত। তবে, অনুষ্ঠানের আমন্ত্রণ নিয়ে মিডিয়ার বিভ্রান্তি সৃষ্টি হলে, বিএনপি তাদের দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টি পরিষ্কার করেছে।

পূর্বে ১১ জানুয়ারি মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল যে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির তিন নেতা, কিন্তু পরে মার্কিন দূতাবাস এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে