ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ালো সরকার, নতুন প্রজ্ঞাপন জারি

২০২৫ জানুয়ারি ১২ ১৯:২২:১৮
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ালো সরকার, নতুন প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ৬০ দিন বৃদ্ধি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১২ জানুয়ারি রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনী, কোস্টগার্ড, এবং বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তারা সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন, যা ১৪ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়।

এর আগে, ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে এই ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছিল এবং এতে কোস্টগার্ড এবং বিজিবি-এ প্রেষণে নিয়োজিত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়েছিল।

এই ক্ষমতা প্রয়োগে সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা প্রদান করবে, বিশেষত কোনো বিশৃঙ্খলা বা নিরাপত্তা পরিস্থিতি থাকলে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে