ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে

২০২৪ ডিসেম্বর ১৮ ১২:২৭:৪৮
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। কারণ তাদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাদেরকে নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রবাসী ভাইেয়েরা জেল, জুলুম ও হুমকি উপেক্ষা করে আমাদের সঙ্গে ছিলেন। যখন ইন্টারনেট বন্ধ করে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছিল, তখন বড় ভূমিকা রেখেছেন প্রবাসীরা।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর