ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

তিন মাস পর দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের

২০২৪ ডিসেম্বর ১৭ ১৩:৫২:৩৭
তিন মাস পর দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এদিনে দলের প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে অনেকে জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নেয়।

তবে তখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন ছিল— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন। দেশে আছেন না বিদেশে— এ নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী, অভ্যুত্থানের পর তিন মাস ৫ দিন তিনি দেশে ছিলেন, তবে নিরাপদেই ছিলেন।

এই সময়ের মধ্যে তিনি দলের সভাপতির মতো ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এবং শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে সাড়া পাননি।

সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদেরের বক্তব্যে দলের সভাপতি শেখ হাসিনা বিরক্ত হন। বিশেষ করে তার বলা 'ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট' মন্তব্যটি আন্দোলনে আগুন ধরানোর কাজ করেছে বলেই দলের নেতারা মনে করেন। এই আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে বিধ্বংসী পরিণতির সম্মুখীন হতে হয়।

জাতীয় দৈনিকটির তথ্য অনুযায়ী, ৮ই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। সেখানে তিনি এক বিশেষ স্থানে আরাম করছিলেন, তবে ভারতে পাড়ি দেয়ার ফন্দি-ফিকির করছিলেন। সবুজ সংকেত পাওয়ার পর সড়কপথে শিলং যান এবং সেখান থেকে কলকাতা পৌঁছান।

জানা গেছে, তিনি দিল্লির বদলে কলকাতায় অবস্থান করবেন এবং ভারত সরকারের কাছে তার জন্য কিছু লোক লবি করছিলেন, তবে শেখ হাসিনা এ বিষয়ে আগ্রহ দেখাননি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে আচমকা নীরব হয়ে যান। শোনা গেছে, তার আন্দোলন সম্পর্কে দেয়া বক্তব্যের কারণে তাকে দলের সভাপতির পক্ষ থেকে কথা বলতে নিষেধ করা হয়েছিল। এই সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।

টানা তিন মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ওবায়দুল কাদের দলের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছিলেন। এর ফলে অনেক নেতাকর্মী তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। বিরোধী দলগুলোকে নিয়ে তার তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যও সাধারণ মানুষের কাছে বিরক্তিকর হয়ে উঠেছিল। এসব কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে নানা ব্যঙ্গাত্মক প্রচারণা চলছিল।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে