ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ২৬ ১৫:১০:৫৬
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা ৯.১৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চাটার্ড লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৫.০২ শতাংশ।

আর ২০ পয়সা বা ৪.৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৪.৬৫ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৪.৫৯ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৪.৪০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.৩৮ শতাংশ, ন্যাশনাল টি’র ৪.২৫ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৪.১৬ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্স পিএলসির শেয়ার দর ৪.১২ শতাংশ কমেছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে