ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

নির্বাচন কবে, সেই ঘোষণা দেবেন কেবল প্রধান উপদেষ্টা, বাকিদের কথা ব্যক্তিগত

২০২৪ নভেম্বর ২৫ ০৭:১৯:৫০
নির্বাচন কবে, সেই ঘোষণা দেবেন কেবল প্রধান উপদেষ্টা, বাকিদের কথা ব্যক্তিগত

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) এবং আরও চার কমিশনার শপথ নিয়েছেন। শপথের পর নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, এরই মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

তবে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টাই সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন, সেগুলো তাদের ব্যক্তিগত মতামত।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন মানুষের জানার আগ্রহ, কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তাঁর দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যাঁরা বলেছেন, তা নিজেদের মতামত।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে