ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওষুধ খাতে ডিভিডেন্ড বেড়েছে যেসব কোম্পানির

২০২৪ নভেম্বর ২৪ ০৯:৩৭:০৮
ওষুধ খাতে ডিভিডেন্ড বেড়েছে যেসব কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩৪টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২৭টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলোর মধ্যে ১৫টি কোম্পানির ডিভিডেন্ড আগের অর্থবছর থেকে বেড়েছে।

আগের অর্থবছর থেকে ডিভিডেন্ড কম দিয়েছে ৭ কোম্পানি, ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে তিন কোম্পানির আর দুই কোম্পানি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, ইবনে সিনা, ইন্দোবাংলা ফার্মা, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, রেনেটা, স্কয়ার ফার্মা এবং টেকনো ড্রাগস।

একমি ল্যাবরেটরিজ : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

একমি পেস্টিসাইডস : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ০.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

এশিয়াটিক ল্যাবরেটরিজ : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেয়নি।

বেক্সিমকো ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

ফার কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

ইবনে সিনা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

ইন্দোবাংলা ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।

জেএমআই হসপিটাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

কোহিনুর কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ক্যাশ ও ১০ শাতংশ স্টক ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ছিল। আগের বছর থেকে ১০ শতাংশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

নাভানা ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

ওরিয়ন ইনফিউশন : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

ফার্মা এইডস : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

রেনেটা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ২৯.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

স্কয়ার ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছর থেকে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বেশি দিয়েছে কোম্পানিটি।

টেকনো ড্রাগস : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারবাজারে লেনদেন শুরুর পর এটিই কোম্পানিটির প্রথম ডিভিডেন্ড ঘোষণা।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে