ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
Sharenews24

বেক্সিমকোর শেয়ার কারসাজিতে জড়িত ১১৭ বিও হিসাব তলব

২০২৪ নভেম্বর ২০ ১৮:০৯:১৮
বেক্সিমকোর শেয়ার কারসাজিতে জড়িত ১১৭ বিও হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক : বেক্সিমকোর শেয়ার কারসাজির অভিযোগে জড়িত ১১৭ বিও হিসাবের পোর্টফোলিওর তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইনটেলিজেনস ইউনিটের (বিএফআইইউ) চাহিদার প্রেক্ষিতে বিএসইসি এ তথ্য জানতে চেয়েছে।

সূত্র জানায়, বিএফআইইউ যে ১১৭ বিও হিসাবের তথ্য চেয়েছে তার সবগুলোতেই বেক্সিমকোর সংশ্লিষ্টরা জড়িত। শেয়ারের দাম কারসাজিতে বেক্সিমকোর জড়িত থাকার অভিযোগে এসব বিও অ্যাকাউন্টের কয়েকজন মালিককে নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করেছে।

জানা যায়, গত ১৪ নভেম্বর চিঠি পাওয়ার পর মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউসগুলোকে বিও হিসাবের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) ফরম ও স্টেটমেন্ট আগামী তিন দিনের মধ্যে জমা দিতে বলেছে।

এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী এসব হিসাব জব্দের নির্দেশও দিয়েছে।

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বেক্সিমকো টাকার অভাবে ভুগছে। কর্মীদের বকেয়া বেতন দিতে পারছে না।

গত আগস্টের শেষের দিকে বিএসইসি সালমান এফ রহমানের বিও অ্যাকাউন্ট জব্দ করে। বিএফআইইউ সব ব্যাংককে তার মালিকানাধীন যেকোনো অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে