ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের এক চতুর্থাংশ ৬ কোম্পানির দখলে

২০২৪ অক্টোবর ১৯ ১৬:৫০:৫৮
সাপ্তাহিক লেনদেনের এক চতুর্থাংশ ৬ কোম্পানির দখলে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেনের এক চতুর্থাংশ হয়েছে ৬ কোম্পানির। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে ডিএসই ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১ হাজার ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সাত কোম্পানির লেনদেন হয়েছে ৩০৬ কোটি টাকার। যা মোট লেনদেনের ২৮ শতাংশ।

কোম্পানিগুলো হলো: অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, টেকনো ড্রাগস, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯২ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমসের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ কোটি ৮৩ লাখ টাকার লাভেলো আইসক্রিমের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৫ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে টেকনো ড্রাগসের।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৩৭ কোটি ৭০ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৩১ কোটি ১৪ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের ৩০ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে