ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১৭ কোটি টাকার অবৈধ লেনদেন

২০২৪ অক্টোবর ০৯ ১৮:৫৩:৫১
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১৭ কোটি টাকার অবৈধ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তার পরিবারের সদস্যদের নামে ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১৬ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নানা দুর্নীতি, অর্থপাচার ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি।

এদিন বিকালে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাঁদের ছেলে সাফি মুদ্দাসির খান, মেয়ে সাফিয়া তাসনিম খানের অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে।

এদিকে দুদকের অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মনির হোসেনের ১৮ কোটি‌ ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে।

এ ছাড়া ১২টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আসাদুজ্জামান আত্মগোপনে রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউয়ের নির্দেশে গত ১৩ আগস্ট আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী, পরিবার ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে