ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি

২০২৪ অক্টোবর ০৮ ২২:৪০:১৫
সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: সংস্কার নিয়ে অন্তবর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্র আলোচনা শুরু করেছে।

গত শনিবার প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী ১৯ অক্টোবর (শনিবার) ফের সংলাপ হওয়ার কথা রয়েছে।

এই সংলাপে কোনোভাবেই যেন জাতীয় পার্টিকে (জাপা) ডাকা না হয় সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা।

তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তবর্তী সরকারের এই আলোচনায় ডাক পাচ্ছে না জাতীয় পার্টি (জাপা)। গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি লেখেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না।’

এর আগের দিন সোমবার হাসনাত ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।’

একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকেন?’

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে