ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের গ্যাঁরাকলে দেশের শেয়ারবাজার

২০২৪ অক্টোবর ০৭ ১৬:২৫:০৩
পতনের গ্যাঁরাকলে দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার দীর্ঘ পতনের গ্যাঁরাকলে পড়ে গেছে। এই গ্যাঁরাকলের কারণে সোমাবারও (৭ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ গত ১৯ আগস্ট শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইস) চেয়ারম্যান পদে যোগদানের পর থেকে নতুন করে আবার শেয়ারবাজারে পতন শুরু হয়। যা আজও অব্যাহত ছিল।

বিএসইসিতে রাশেদ মাকসুদ যোগদান করেছেন সেদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ৭৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৫৩৩ কোটি টাকা।

তার যোগদানের পর গত ৩৩ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক নেমেছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে এবং বাজার মূলধন নেমেছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৬ কোটি টাকায়।

এতে দেখা যায়, আলোচ্য সময়ে ডিএসইর সূচক কমেছে ৪৪০ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৩৬ হাজার ১৪৭ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে নতুন মার্কেট মেকার বা বড় বিনিয়োগকারী তৈরি না করে যারা এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে, তাদের উপর উপর্যপরি শাস্তির খড়ক অব্যাহত রাখাতে বাজারের এমন দৈন্যদশা তৈরি হয়েছে।

তাঁরা বলছেন, যাদের ওপর শাস্তি আরোপ করা হচ্ছে, তারা অব্যাহতভাবে বাজারকে চাপে রাখছে। যার কারণে বাজার কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না।

তাঁদের মতে, যারা এতদিন বাজারে ইচ্ছেমতো লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু বাজারকে ঠিক না করে, বাজারে নতুন সাপোর্ট তৈরি না করে বিএসইসির কর্মকর্তাদের কেবল শাস্তির প্রক্রিয়া মশগুল থাকাটা কোনভাবেই সমীচীন হয়নি। শেয়ারবাজার সম্পর্কে সম্যক অভিজ্ঞতা না থাকাতেই এমনটা হয়েছে বলে তাঁরা অভিযোগ করছেন।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ২৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

ডিএসইতে আজ ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ১ কোটি ৬৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১২ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, কমেছে ১২২টির এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে