ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

ওয়ালটনের নিট মুনাফা বেড়েছে ৫৭৩ কোটি টাকা

২০২৪ অক্টোবর ০৬ ১৫:৪৩:৩৬
ওয়ালটনের নিট মুনাফা বেড়েছে ৫৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০২৩-২৪ অর্থবছরে ১৩ শতাংশ পণ্য বিক্রি বেড়েছে। এতে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ।

পণ্য বিক্রির তুলনায় মুনাফা বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে রয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান অনেক কমে আসা। এছাড়া উৎপাদন ব্যয়ের হার কমে আসা এবং সুদজনিত আয় বৃদ্ধি পাওয়া।

কোম্পানিটির আর্থিক প্রতিদেবন থেকে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ওয়ালটনের ৭ হাজার ৫১২ কোটি ১২ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। যা আগের অর্থবছরে হয়েছিল ৬ হাজার ৬৩৭ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে পণ্য বিক্রি বেড়েছে ৮৭৪ কোটি ৬৯ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিকে, কোম্পানিটির নিট মুনাফায় বিক্রির তুলনায় বেশি উত্থান হয়েছে। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা বেড়েছে ৫৭৩ কোটি ৮৫ লাখ টাকার বা ৭৩ শতাংশ।

ওয়ালটনের ২০২৩-২৪ অর্থবছরে বিক্রি মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ৫৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪৪ টাকা ৭৮ পয়সা। যা আগের অর্থবছরে হয়েছিল ৭৮২ কোটি ৬৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২৫ টাকা ৮৪ পয়সা।

উল্লেখ্য, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১০ হাজার ১৬ কোটি টাকা।

কোম্পানিটির মোট শেয়ার ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯৮.৬১ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৬৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৭৩ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে