ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অদূরদর্শিতায় শেয়ারবাজারে হাহাকার

২০২৪ অক্টোবর ০৬ ১৫:১৯:০৮
নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অদূরদর্শিতায় শেয়ারবাজারে হাহাকার

নিজস্ব প্রতিবেদক: সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ গত ১৯ আগস্ট শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইস) চেয়ারম্যান পদে যোগদান করেন।

সেদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ৭৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৫৩৩ কোটি টাকা।

তাঁর যোগদানের পর গত ৩২ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক নেমেছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে এবং বাজার মূলধন নেমেছে ৬ লাখ ৬৬৬ কোটি টাকায়।

এতে দেখা যায়, আলোচ্য সময়ে ডিএসইর সূচক কমেছে ৩৯৭ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৩০ হাজার ৯০৩ কোটি টাকা।

অর্থাৎ প্রতিদিন গড়ে পুঁজি কমেছে প্রায় হাজার কোটি টাকা। আজ (রোববার) ডিএসইর সূচক একদিনেই কমেছে ৮৪ পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৫ হাজার ৪৮৫ কোটি টাকা।

আলোচ্য ৩২ কর্মদিবসের মধ্যে ২০ কর্মদিবসই শেয়ারবাজারের পতন হয়েছে। বিপরীতে ১২ কর্মদিবস বাজার ইতিবাচক ছিল। যার মধ্যে বেশিরভাগ দিনই ছিল নামেমাত্র ইতিবাচকতা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে নতুন মার্কেট মেকার বা বড় বিনিয়োগকারী তৈরি না করে যারা এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে, তাদের উপর উপর্যপরি শাস্তির খড়ক অব্যাহত রাখাতে বাজারের এমন দৈন্যদশা তৈরি হয়েছে।

তাঁরা বলছেন, যাদের ওপর শাস্তি আরোপ করা হচ্ছে, তারা অব্যাহতভাবে বাজারকে চাপে রাখছে। যার কারণে বাজার কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না।

তাঁদের মতে, যারা এতদিন বাজারে ইচ্ছেমতো লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু বাজারকে ঠিক না করে, বাজারে নতুন সাপোর্ট তৈরি না করে বিএসইসির কর্মকর্তাদের কেবল শাস্তির প্রক্রিয়া মশগুল থাকাটা কোনভাবেই সমীচীন হয়নি। শেয়ারবাজার সম্পর্কে সম্যক অভিজ্ঞতা না থাকাতেই এমনটা হয়েছে বলে তাঁরা অভিযোগ করছেন।

রোববারের বাজার পর্যালোচনা

আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসইতে আজ ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কর্মদিবস থেকে ৫২ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৫৫ লাখ টাকার ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৭ পয়েন্টে।

এদিন সিএসইতে ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ৮১টির এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইতে ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে