ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আওয়ামী লীগের নেতাদের পালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৪ অক্টোবর ০৫ ২১:১৪:৫২
আওয়ামী লীগের নেতাদের পালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতারা যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা বেশিরভাগই গত ৫, ৬, ৭ আগস্ট পালিয়েছেন। নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (০৫ অক্টোবর) বিকালে এপিবিএন মীর মুগ্ধর নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তারা আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। বারবার সুযোগ দেয়ার পরও তারা যোগদান করেননি। তাদের ব্যাপারে এটিই অন্তর্বর্তী সরকারের শেষ সিদ্ধান্ত।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আন্দোলনে নিহত প্রত্যেকে শহীদের মর্যাদা পাবেন। যারা আহত রয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এজন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে