ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৪ অক্টোবর ০১ ১৪:৪৩:০২
টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। আগামী ১৩ অক্টোবর রোবার দুর্গাপূজার বিজয়া দশমী। আগের দুদিন শুক্র ও শনিবার থাকায় টানা তিনদিন ছুটি মিলছে তাদের।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে।

তবে যেসব অফিসের সময়সূচী এবং ছুটি তাদের নিজস্ব আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা এবং প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অপরিহার্য বলে ঘোষণা করা হয়েছে, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে।

ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে তার ধর্ম অনুযায়ী তিন দিনের ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

সেক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের জন্য তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে