ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার উত্থানের ভূমিকায় ৫ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৬:২১:৪১
বাজার উত্থানের ভূমিকায় ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের দিন বড় পতন হলেও রোববার (২৯ সেপ্টেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সংখ্যক কোম্পানির শেয়ার দর কমেছে, তার চেয়ে কম সংখ্যকের শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৫টি কোম্পানি রয়েছে, যেগুলো বাজারকে উত্থানে রাখতে সাহায্য করেছে। এই কোম্পানিগুলোরর শেয়ার দর যদি কমে যেত তাহলে বাজারকে উত্থানে দাঁড়ানো সম্ভব হতে না।

কোম্পানিগুলো হলোঃ ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং পাওয়ার গ্রিড।

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৬৪ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৭ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ২২.৭৪ পয়েন্ট। বাজারকে উত্থানে ধরে রাখতে সবচেয়ে বেশি ভূমিকার রেখেছে ইসলামী ব্যাংক। এই একটি ব্যাংকের শেয়ার দর যদি আজ কমে যেত তবে বাজারে নিশ্চিত পতন হতো।

খান ব্রাদার্স

শেয়ারবাজার উত্থানে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রয়েছে খান ব্রাদার্সের। আগের দিন খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৪ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৪৬ টাকা ৯০ পয়সায়। শেয়ারটির দর বাড়ার কারণে সূচক ৩.৬৮ পয়েন্ট বেড়েছে।

ন্যাশনাল ব্যাংক

শেয়ারবাজার উত্থানে তৃতীয় সর্বোচ্চ ভূমিকার রয়েছে ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৬ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয় ৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২০ পয়সা বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ২.২৬ পয়েন্ট।

আজ বাজারকে উত্থানে তুলতে অন্য যেসব কোম্পানির অবদান রয়েছে সেগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ২.২০ পয়েন্ট এবং পাওয়ার গ্রিডের সূচক ২.০৫ পয়েন্ট বেড়েছ্

বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত কয়েকটি কোম্পানির শেয়ার দর বাড়ার কারণে ইতিবাচক প্রবণতায় শেষ হয় শেয়ারবাজারের লেনদেন। কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে এমনটি হয়েছে। কোনো কারণে এই কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ না থাকলে এগুলোর শেয়ার দরও কমে যেত। যা সামগ্রিক শেয়ারবাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়ত। যা এই কোম্পানিগুলোর মাধ্যমে রক্ষা পেয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে